আদর্শ শিক্ষক

 একদিন দরসে না-গেলে ছাত্রদের কল বা মেসেজগুলো আপনাদের কেমন লাগে?


অনিবার্য কারণে কিছুদিন পরে দরসে গিয়ে যদি শুনেন; ওরা প্রায় প্রতিদিন গ্যারেজে গিয়ে চেক করেছে আপনার বাইক আছে কি-না? অফিসে খোঁজ নিয়েছে হুজুর কবে আসবে? রুমের ফোনে কল দিয়ে জিজ্ঞেস করে "হুজুর কবে আসবেন?" মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে রিপ্লে না-পেয়ে মুঠোফোনে কোন সমস্যায় পড়ছি কি-না জানতে চায়। আপনার কেমন লাগবে? বলুন তো!


দারুন্নাজাতের প্রিন্সিপ্যাল হুজুর একবার বলেছিলেন;ছাত্র- শিক্ষকের সম্পর্ক চিরদিনের। আপনি কখনো শিক্ষক না হলে এই সম্পর্ক উপলব্ধি করতে পারবেন না। শিক্ষকতাকে পেশা হিসেবে নয়, নবুয়তি মিশন হিসেবে চিন্তা করুন। দেখবেন; এ সম্পর্ক চিরদিনের, এ সম্পর্ক জান্নাতের।

একটি মন্তব্য পোস্ট করুন